×

জাতীয়

আদালতে বঙ্গবন্ধুর খুনি মাজেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০১:৩৪ পিএম

আদালতে বঙ্গবন্ধুর খুনি মাজেদ

বঙ্গবন্ধুর খুনি।

আদালতে বঙ্গবন্ধুর খুনি মাজেদ

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ।

আদালতে বঙ্গবন্ধুর খুনি মাজেদ

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি দণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে নেয়া হয়েছে। মাজেদকে রাজধানীর মিরপুর সাডে ১১ থেকে গ্রেফতার করে পুলিশ। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ছয় আসামির একজন ছিলেন আবদুল মাজেদ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে তাকে নিম্ন আদালতে নেওয়া হয়। জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

[caption id="attachment_213766" align="alignnone" width="1280"] বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ।[/caption]

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে সপরিবারে খুন হন। এখন বঙ্গবন্ধুর পাঁচ দণ্ডপ্রাপ্ত খুনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। এরমধ্যে রাশেদ চৌধুরী আমেরিকায় ও নূর চৌধুরী কানাডায় অবস্থায় করছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। এছাড়া শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহউদ্দীন রিসালদার পালাতক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App