টোকাইয়ের আঘাতে আরেক টোকাইয়ের মৃত্যু

আগের সংবাদ

করোনা ক্রান্তিকালে সুসংবাদ দিলেন সাকিব

পরের সংবাদ

নতুন আইজিপি হচ্ছেন বেনজির আহমেদ

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০ , ৫:১৪ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৭, ২০২০ , ৭:৪৪ অপরাহ্ণ

নতুন আইজিপি নিযুক্ত হচ্ছেন র‌্যাবের ডিজি বেনজির আহমেদ। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বেনজির আহমেদ র‌্যাবের মহাপরিচালক হিসেবে ২০১৫ সালের ৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। র‌্যাব মহাপরিচালকের দায়িত্বের আগে তিনি ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে পুলিশে যোগদান করেন।

পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সারদা পুলিশ একাডেমির এসআই ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহা-পরিদর্শক ছিলেন।

তিনি বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’ হিসেবে এক বছর কাজ করেন।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়