×

জাতীয়

সংসদের অধিবেশন বসছে ১৮ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৪:০৭ পিএম

সংসদের অধিবেশন বসছে ১৮ এপ্রিল

সংসদ অধিবেশন। ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আগামী ১৮ এপ্রিল। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। সোমবার (৬ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

তবে অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কামিটির বৈঠকে অধিবেশনের সময় ও কার্যবিবরণী নির্ধারণ করা হবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যান্য সদস্য উপস্থিত থাকবেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে সংসদ অধিবেশন বসা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। তবে সংবিধান অনুযায়ী একটি সংসেদ অধিবেশনের শেষ হবার অনধিক ৬০ দিনের মধ্যে পরবর্তী সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয় ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে আগামী ১৮ এপ্রিল ৭ম অধিবেশন আহ্বানের শেষ দিন। এর আগে মুজিববর্ষ উপলক্ষে গত ২২-২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App