×

অর্থনীতি

শ্রমজীবীদের খাদ্য সহায়তা জরুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:৫৮ এএম

শ্রমজীবীদের খাদ্য সহায়তা জরুরি

ড. জাহিদ হোসেন/ ফাইল ছবি

প্রধানমন্ত্রী ঘোষিত ৭২ হাজার ৭০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ^ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেছেন, সরকার করোনা মোকাবিলায় আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এতে ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি রয়েছে। সেই সঙ্গে অগ্রাধিকার দিতে হবে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রতি। করোনা মহামারির কারণে যারা কর্মহীন হয়েছেন। তাদের দ্রুত খাদ্য বা নগদ সহায়তা জরুরি। গতকাল রবিবার মুঠোফোনে ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।

ড. জাহিদ হোসেন বলেন, হোটেল-রেষ্টুরেন্টের শ্রমিকদের হাতে কাজ নেই। সহায়তা এখন তাদের জরুরি। সরকার এর আগে রপ্তানি খাতের শ্রমিকদের বেতনভাতার জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এই প্রণোদনা পাবে যারা ডিরেক্ট রপ্তানি করবে। কিন্তু এর বাইরে বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা ডিরেক্ট রপ্তানির সঙ্গে যুক্ত না হলেও রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে থাকেন। সুতা, জিপার এই ধরনের এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্য উৎপাদন করেন। তাদেরও সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে তাদের জন্য আরেকটি তহবিল ঘোষণা দেয়া যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App