×

সারাদেশ

ময়মনসিংহে মিলল বিরল প্রজাতির বনরুই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০১:১৬ এএম

ময়মনসিংহে মিলল বিরল প্রজাতির বনরুই

বনরুই

ময়মনসিংহের ধোবাউড়ায় বিরল প্রজাতির এক বনরুই আটক করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার সীমান্ত এলাকা ঘোঁষগাও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামে স্তন্যপায়ী এই প্রাণীটিকে আটক করা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যার পাহাড়ের পাশে জামাল উদ্দিনের বাড়ির পিছন দিয়ে যাচ্ছিল এই বনরুইটি। এসময় একটি কুকুর বনরুইকে আক্রমণ করে। বিষয়টি টের পেয়ে জামাল উদ্দিন ঘর থেকে বের হয়ে বনরুইটিকে আটক করেন। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে অবহিত করেন। তিনি বনরুইটি তার হেফাজতে রাখেন ।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার রাফিকুজ্জামান জানান, বনরুইটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App