×

পুরনো খবর

করোনা আক্রান্ত কানাডায় ২ বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১১:৫৫ এএম

করোনা আক্রান্ত কানাডায় ২ বাংলাদেশির মৃত্যু

কানাডা

কানাডার রাজধানী অটোয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শরিয়ত উল্লাহ (৫৫) এবং আব্দুল বাছিত নামের দুই বাংলাদেশি মারা গেছেন। শনিবার স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে মারা যান শরিয়ত উল্লাহ। আর গতকাল রোববার (৫ এপ্রিল) টরেন্টোর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বাছিত নামের অপর এক বাংলাদেশি। সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকালে অসুস্থ অবস্থায় শরিয়ত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।

প্রসঙ্গত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৪ হাজার ৪২৬ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৫৮ জন। আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৬০৩ জন। এদিকে করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৭৯ জনে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৪ হাজার ৯২৩ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬০ হাজার ২৪৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App