×

সারাদেশ

এনামুল হক শামীমের ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০১:০১ পিএম

এনামুল হক শামীমের ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা

নড়িয়ায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ এই স্লোগান নিয়ে নিজ নির্বাচনী এলাকায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করলেন নড়িয়া-২ আসনের এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সোমবার (৬ এপ্রিল) সকালে নড়িয়া উপজেলায় এই সেবার উদ্বোধন করেন তিনি। আগামীকাল মঙ্গলবার নির্বাচনী এলাকার আরেক উপজেলা সখিপুরে এই সেবা চালু করা হবে।

এ সময় এনামুল হক শামীম বলেন, করোনাভাইরাসের কারণে এলাকা লকডাউন করে দেয়ায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। অনেকেই সাধারণ রোগের চিকিৎসা নিতেও ভয় পাচ্ছেন। আবার কেউ কেউ যানবহন না থাকায় সেবা কেন্দ্রে আসতে পারছেন না। সে কারণে নির্বাচনী এলাকার নড়িয়া-সখিপুরে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ সেবা চালু করলাম। ডাক্তারদের কাছে ফোন করলেই রোগীর বাড়িতে চলে যাবেন ডাক্তাররা। ডাক্তারসহ বিনামুল্যে ওষুধ বিতরণ করা হবে।

তিনি বলেন, এই মুহুর্তে সবার দায়িত্ব ঘরে থেকে নিজেকে রক্ষা করা। করোনাভাইরাস লোক দ্বারাই সংক্রামিত হয়। যত জনসমাগম এড়িয়ে চলা যাবে, তত নিরাপদ থাকা যাবে। বেশি বেশি হাত ধোয়া দরকার। প্রয়োজনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

নড়িয়ার জন্য চিকিৎসক মোবারক হোসেন সুজন ০১৭৮৮৭৩৬১৫১ ও ডাক্তার শওকত আলী ০১৭১৮৩৪৫৭৮৮, ০১৯১৭৭৭৭২৬৪। এনামুল হক শামীমের এই ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার তদারকি করছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App