করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ২৫ লাখ টাকা ও ৫ হাজার পিস পিপিই দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড।
সোমবার অগ্রণী ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীদের বেতনের একটি অংশ থেকে এ টাকা দেয়া হয়।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম প্রধান মন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এর নিকট হস্তান্তর করেন।
চেক ও পিপিই হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী এ উদ্যোগের প্রশংসা করে সরকারের করোনা সংকট মোকাবিলার জন্য ঘোষিত আপদকালীন প্রণোদনার সফল বাস্তবায়নে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।