×

আন্তর্জাতিক

মাস্ক ডাকাতি করছেন ট্রাম্প!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০১:০৮ পিএম

মাস্ক ডাকাতি করছেন ট্রাম্প!

ট্রাম্পের বিরুদ্ধে মাস্ক ডাকাতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের তৈরি মেডিক্যাল সামগ্রী অন্য দেশে রপ্তানি করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। এ নির্দেশেই বার্লিন পুলিশের জন্য মার্কিন কোম্পানি থ্রিএম এর তৈরি করা এফএফপি-২ মাস্ক আর বার্লিনে যাচ্ছে না। কোরিয়ান যুদ্ধের সময়কার একটি আইন বলেই এই নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্ড্রিয়াস গিসেল জানিয়েছেন, সম্ভবত এখন মাস্কগুলো যুক্তরাষ্ট্রেই পাঠানো হচ্ছে। এদিকে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন কোম্পানিগুলো যাতে দেশের চাহিদা মেটাতে চিকিৎসা সরঞ্জামের সরবরাহ বাড়ায় সেজন্য তিনি ‌‘প্রতিরক্ষা উৎপাদন আইন‌’ ব্যবহার করেছেন। হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, ‘স্থানীয় চাহিদা মেটাতে আমাদের এখনই এসব সামগ্রী দরকার। আমাদের অবশ্যই এগুলো পেতে হবে।’ তিনি জানান. মার্কিন কর্তৃপক্ষ প্রায় দুই লাখ এন-নাইটি-ফাইভ রেসপিরেটর মাস্ক, এক লাখ ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ছয় লাখ গ্লোভস জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে এগুলো কোন দেশে জব্দ করা হয়েছে সেটা তিনি বলেননি। বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্ড্রিয়াস গিসেল তাদের মাস্ক যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার বিষয়টিকে ‌‘আধুনিক কালের দস্যুতা’ বলে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম-কানুন মেনে চলতে তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। আন্ড্রিয়াস গিসেল বলেন, আটলান্টিকের অপর পাড়ের বন্ধুর সঙ্গে এটা কেমন আচরণ? বিশ্বজুড়ে সংকটের সময় এ রকম বন্য আচরণ করা উচিৎ নয়‌। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুই গিসেল একা করেননি। দেশটির বিরুদ্ধে চালান আটকে দেওয়ার এমন অভিযোগ তুলছেন ইউরোপের অন্যান্য দেশের কর্মকর্তারাও। ফ্রান্সের আঞ্চলিক সরকারের নেতারা বলছেন, তারা মেডিক্যাল সরঞ্জাম কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কারণ অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের ক্রেতারা বেশি মূল্য দিয়ে এগুলো কিনে নিয়ে যাচ্ছে। দেশটির একজন আঞ্চলিক নেতা মাস্ক কেনার জন্য এখন রীতিমত যে প্রতিযোগিতা শুরু হয়েছে তাকে ‘ট্রেজার হান্ট’ বা ‘গুপ্তধন’ খুঁজে পাওয়ার প্রতিযোগিতার সঙ্গে তুলনা করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রকাশিত এক সংবাদে এসব তথ্য জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App