×

রাজনীতি

প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজকে স্বাগত মেননের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৫:১৩ পিএম

প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজকে স্বাগত মেননের

রাশেদ খান মেনন। ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষেত্রে সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মেনন প্রধানমন্ত্রীর এ ঘোষণার জন্য ধন্যবাদ জানান এবং সামগ্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকার ওয়ার্কার্স পার্টির আহ্বান পুুনর্ব্যক্ত করেন। রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী প্যাকেজ সম্পর্কে প্রতিক্রিয়ায় এ কথা বলেন রাশেদ খান মেনন।

মেনন বলেন, বর্তমান ব্যাংকিং ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে, তাতে ওই প্রস্তাব বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কঠোর তদারকি ও নমনীয় ব্যবস্থা প্রয়োজন হবে।

রাশেদ খান মেনন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি দেশের দরিদ্রের সংখ্যা বাড়াবে। অবস্থিত বৈষম্যকেও নিদারুনভাবে বাড়িয়ে তুলবে। সামাজিক নিরাপত্তা পরিধি বাড়ানো হলেও সেটা এক্ষেত্রে যথেষ্ট হবে না। সে বিষয়েও কর্মপরিকল্পনা প্রয়োজন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, দেশের কর্মরত শ্রমিকদের ৮৭ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে, সেখানে তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে আলাদা প্রণোদনা প্যাকেজ ও তার কর্মকৌশল ঘোষণা করা প্রয়োজন। ভারত সে পদ অনুসরণ করছে।

অন্যদিকে, পোল্ট্রি খামারি, কৃষিভিত্তিক শিল্পকে প্রণোদনা দেয়া হলেও মূল কৃষিখাত-এর বাইরে থেকে যাচ্ছে। ফলে এ দুর্যোগ সময়ে যখন খাদ্য উৎপাদন ও সরবরাহ মূল বিষয় হয়ে দাঁড়াবে সেখানে কৃষকের জন্য প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App