×

বিনোদন

‘ওরে বাটপার’ গানেই বাজিমাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৫:৩৬ পিএম

‘ওরে বাটপার’ গানেই বাজিমাত

ক্লাসিকেল ঘরানার ব্যান্ড বেঙ্গল বয়েজ

‘ওরে বাটপার’ গানেই বাজিমাত

ক্লাসিকেল ঘরানার ব্যান্ড বেঙ্গল বয়েজ

নিজেদের প্রথম গান ‘ওরে বাটপার’ এর মিউজিক ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ছুঁয়েছে দুই লাখ ভিউয়ার। আর এই সময়ে গানটি শেয়ার হয়েছে এক হাজারের বেশি। দেশের বর্তমান প্রেক্ষাপটের বিভিন্ন অসংগতি উঠে এসেছে গানের কথায়। অপ্রিয় সত্য কথা গানের ভাষায় সহজেই উঠে এসেছে। এতে প্রশংসা পাচ্ছেন ব্যান্ডের সদস্যরা।

গানটি লিখেছেন নাহিদ ইরতেজা। সুর ও কণ্ঠ দিয়েছেন ভোকাল ও ব্যান্ড প্রধান নাইম মুর্তজা। ব্যান্ডের অন্য সদস্যরা হলেন- অমিত, জিকো, প্রিথিল, রুবেল, শিশির ও সিফাত। জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত ও শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেয়া নাইম মুর্তজাসহ ব্যান্ডের সবাই আলাদাভাবে নিজ নিজ জায়গায় পরিচিত মুখ।

প্রথমবারের মতো তারা যুক্ত হলেন ব্যান্ডের সঙ্গে। ক্লাসিকাল রক ঘারানার ব্যান্ড বাংলাদেশে এই প্রথম। বর্তমানে গানটির ভিউয়ার সাড়ে ৮ লাখ ছাড়িয়ে গেছে।

[caption id="attachment_213436" align="aligncenter" width="700"] ক্লাসিকেল ঘরানার ব্যান্ড বেঙ্গল বয়েজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App