×

জাতীয়

ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ

Icon

nakib

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০২:৪৮ পিএম

সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হতে দিবে না বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। জরুরি সেবা ছাড়া অন্যকোন কাজে কোন ব্যাক্তি বা গ্রুপকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না বলে রবিবার (৫মার্চ) পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাওয়া হয় পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিটিতে। গার্মেন্টস ফ্যাক্টরি খোলার খবরে শনিবার রাজধানী মুখী শ্রমজীবী মানুষের ঢল নামে। দিনভর হাজার-হাজার শ্রমজীবী মানুষ পায়ে হেটে ও বিভিন্ন মাধ্যমে রাজধানীতে আসতে থাকেন। এতে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার যে নির্দেশনা ছিল সেটা মুখ থুবড়ে পড়ে। এরআগে করোনাভাইরাস মোকাবিলায় প্রথমে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। পরে এ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। করোনাভাইরাসে ছড়িয়ে পড়া প্রতিরোধে মানুষের জনসমাগম ও অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ঠেকাতে মাঠে নামানো হয় সেনাবাহিনীকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App