×

বিনোদন

ঘরবন্দীদের জন্য আবারো আসছে ‘বাকের ভাই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০২:২০ পিএম

ঘরবন্দীদের জন্য আবারো আসছে ‘বাকের ভাই’

কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রের একটি মুহূর্ত

ঘরবন্দীদের জন্য আবারো আসছে ‘বাকের ভাই’

হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটক বহুব্রীহির একটি দৃশ্য

দেড় যুগেরও বেশি সময় পর আবারো বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ফিরে আসছেন জনপ্রিয় চরিত্র “বাকের ভাই”। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা জনপ্রিয় নাটক হিসেবে পরিচিত “কোথাও কেউ নেই” প্রচারিত হবে আগামী ৬ এপ্রিল থেকে। থেমে আছে নাটকের শুটিং। তাই নভেল করোনাভাইরাসের প্রকোপে ঘরবন্দি মানুষকে বিনোদনের চাহিদা প্রদান অব্যাহত রাখতে। এ সিদ্ধান্ত নিয়েছে টিভি চ্যানেল কর্তৃপক্ষ। এছাড়াও জনপ্রিয় আরেক নাটক “বহুব্রীহি”ও প্রচারিত হবে একই সময়ে। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘করোনার এই সময় মানুষ যেন বাসায় ভালোভাবে সময় কাটাতে পারেন, এ জন্য পুরনো দুটি নাটক প্রচারের নির্দেশ দিয়েছি। এছাড়া এখন চাইলেইও তো শুটিং করতে পারছি না। শিল্পীরাও আসবেন না। আর আসার মতো সময়ও নয় এখন। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া।’ কবে ও কখন এগুলো প্রচার হবে, এই প্রসঙ্গে মহাপরিচালক আরও বলেন, ‘৬ এপ্রিল থেকে প্রচার শুরু করার পরিকল্পনা। দুটি নাটকই একই সঙ্গে শুরু হবে। অনেক পুরো জিনিস তো, এগুলো চাইলেই তো সঙ্গে সঙ্গে প্রচার করতে পারি না। কিছুটা প্রস্তুতিও নিতে হয়। এটা নিতে যতটুকু সময় লাগে, এটুকুই। তবে প্রচারের সময় এখনও ঠিক করা হয়নি। [caption id="attachment_213388" align="alignnone" width="1400"]জনপ্রিয় নাটক বহুব্রীহি হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটক বহুব্রীহির একটি দৃশ্য[/caption] নন্দিত কথাশিল্পী হ‌ুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ নাটক দুটি প্রযোজনা করেছিলেন বরকত উল্লাহ ও নওয়াজিশ আলি খান। ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ‘কোথাও কেউ নেই’। এদেশের সর্বকালের অন্যতম সেরা জনপ্রিয় নাটক ধরা হয় এটা। যার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায় ‘বাকের ভাই’। এ চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। এতে মুনা সুবর্ণা মুস্তাফা, বদি আবদুল কাদের, মজনু লুৎফর রহমান জর্জ, মতি মাহফুজ আহমেদ, উকিল ভূমিকায় হুমায়ুন ফরীদিও তুমুল সাড়া পান। অন্যদিকে পারিবারিক গল্পে ‘বহুব্রীহি’ও তুমুল জনপ্রিয়তা পায়। ১৯৮৮-৮৯ সালের দিকে বিটিভিতে প্রচারিত হয় এটি। সামরিক শাসনের সেই সময়ে এ ধারাবাহিকে টিয়া পাখির মুখে বলা ‘তুই রাজাকার’ সংলাপটি জনপ্রিয় হয়। স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণার প্রতীক হিসেবে এটি আলোচিত হয়েছিল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App