×

জাতীয়

কেউ কষ্ট করুক সেটা আমি চাইনা: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১২:০২ পিএম

বাংলাদেশে কেউ কষ্ট করুক সেটা আমি চাইনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব। করোনার প্রভাবে যখন সারা দেশে একটা বিরূপ প্রভাব পড়া শুরু করল। বিশেষ করে ক্ষুদ্র শিল্প যেমন কৃষি, কামার, কুমার জেলে, তাঁতি পোল্ট্রি, ডেইরি, মৎস্য ব্যবসায়ী কুটির শিল্প তারা সকলেই দুশ্চিন্তায় পড়ে গেছে। তারা তাদের ঋণ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ সহ অন্যান্য বিল দেওয়া নিয়ে চিন্তিত ছিল। তাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। এখন থেকে তাদের আর কোন সমস্যা হবে না। তারা যেন তাদের ব্যবসা-বাণিজ্যটা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারে। সে লক্ষ নিয়েই আমরাই প্যাকেজ ঘোষণা করেছি। যাতে এর সুফল টা সবাই পেতে পারে।

রবিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ৭২ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেহ কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলন পরিচালনা করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই যেন সততার সঙ্গে কাজ করে। এই সুযোগ নিয়ে কেউ যেন আবার কোন দুর্নীতি, অনিয়ম বা অপব্যবহার না করে। এটা আমার সোজা কথা। আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে কোন সেকশনের মানুষেই কোন অসুবিধায় পড়বে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App