×

সারাদেশ

করোনা সন্দেহে কিশোরকে ঘরে তালাবদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৩:৫৭ পিএম

করোনা সন্দেহে কিশোরকে ঘরে তালাবদ্ধ

ছবি: প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা সন্দেহে আশিক (১৫) নামে এক কিশোরকে ঘরে তালাবদ্ধ করে রেখেছেন গ্রামবাসীরা। উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া দক্ষিনপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আশিক। হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, ঢাকা আশুলিয়ায় তার বাবা-মা’র সঙ্গে থাকতো আশিক। সেখানে গত কয়েক দিন ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্ট জনিত রোগে ভোগছিল আশিক। কিন্ত চিকিৎসকরা তাকে চিকিৎসা না দিলে ৪ এপ্রিল রাতে নিজ বাড়িতে চলে আসে আশিক। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার (৫ এপ্রিল) সকালে গ্রামবাসীরা তাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন এবং বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রোগীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App