×

সারাদেশ

এক বুক নিয়ে জন্ম দুই শিশুকন্যার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৭:০৬ পিএম

এক বুক নিয়ে জন্ম দুই শিশুকন্যার

এক বুক নিয়ে জন্ম দুই শিশু কন্যার। ছবি: ভোরের কাগজ।

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপু ইউনিয়নের তসবিসপুর গ্রামে জন্ম নিয়েছে এক বুকের দুই কন্যা শিশু। শুক্রবার (৩ এপ্রিল) যশোরের অসীম ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে ওই কন্যা শিশু দু’টির জন্ম হয়।

শিশু দু’টির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই। শিশুকন্যা দুটির কৃষক বাবা উজ্জল জানালেন ডায়াাগনস্টিক সেন্টারের ডাক্তার জানিয়েছেন এই শিশু দুটির অপারেশন করার কোনো উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে। উজ্জলের শাপলা নামের দশ বছরের আরো একটি মেয়ে আছে। শাপলা হাকিমপুর দাখিল মাদ্রাসা ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

একই কথা জানালেন শিশুকন্যা দুটির মা খুশিদা। অপারেশনের পরে মা এবং শিশু কন্যা দুটি ভালো আছে। খুশিদা তার যমজ শিশু কন্যা দুটি নিয়ে এখন নিজ বাপের বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে অবস্থান করছেন। তাদেরকে দেখতে এলাকার উৎসুক মানুষজন ভিড় করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App