×

আন্তর্জাতিক

৬৪৭ জনকে সনাক্ত করেছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৫:২৫ পিএম

৬৪৭ জনকে সনাক্ত করেছে ভারত

তাবলিগের সমাবেশের পর করোনা সনাক্তকরণ চলছে

গত মার্চ মাসে দিল্লিতে নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগের লোক সমাগম নিয়ে ভারতে চলছে আতঙ্ক ও নানা সমালোচনা। ওই লোক সমাগমকে কেন্দ্র করে তাবলিগের বেশ কয়েকজন মুরব্বিকে করোনায় আক্রান্ত সনাক্ত করা হয়েছে। মাওলানা সাদ’কে খুঁজছে প্রশাসন। ভারতে করোনা ছড়িয়ে পড়ার পেছনেও অনেকটা দায়ি করা হচ্ছে তাবলিক জামাতকে। হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে, ইতোমধ্যে দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাত সংশ্লিষ্ট ৬৪৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে ভারত। দেশটির ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। ১ মার্চ থেকে শুরু হয়ে আনুষ্ঠানিক কার্যক্রম চলে ১৫ মার্চ পর্যন্ত। অনুষ্ঠান শেষেও অনেকে সেখানে অবস্থান চালিয়ে যেতে থাকে। ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরুর সময়েও সেখানে প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেয়। ভারত সরকার জানিয়েছে, ওই জমায়েতে অংশ নেওয়াদের মধ্য থেকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, দিল্লি, হিমাচল, হরিয়ানা, জম্মু ও কাশ্মির, ঝাড়খন্ড, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিল নাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখন্ড এবং উত্তর প্রদেশ থেকে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি লাভ আগারওয়াল বলেন, ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩০১ জন ও মৃতের সংখ্যা ৫৬ জন। এর মধ্যে গতকাল থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। তবে দিল্লিতে সমবেতদের মধ্যে কত জন মারা গেছে তা সুনির্দিষ্ট করে জানাতে অস্বীকৃতি জানান তিনি। ভারতের অন্যতম উপদ্রুত রাজ্য তামিল নাড়ুতে শুক্রবার পর্যন্ত শনাক্ত হওয়া ১০২ জনের মধ্যে একশো জনই নিজামুদ্দিনের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়াবস্কর জানিয়েছেন, এখন পর্যন্ত তিন হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করে ৪১১টি পজিটিভ রেজাল্ট এসেছে। উত্তর প্রদেশে শুক্রবার ৫১ জন নতুন আক্রান্তের মধ্যে ৪৭ জনই তাবলিগ সদস্য। সেখানকার সদর বাজার এলাকা বন্ধ করে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App