×

খেলা

শেন ওয়ার্ন বন্দনায় শোয়েব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পিএম

শেন ওয়ার্ন বন্দনায় শোয়েব

শোয়েব আক্তার

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে বল করা ব্যক্তি তিনি। তার গতির কাছে পরাস্ত হতেন সেই সময়কার বাঘা বাঘা সব ব্যাটসম্যানরা। আর এতো এতো সাফল্য তাকে এনে দিয়েছে কিংবদন্তির খেতাব। তবে শোয়েব নিজেকে কিংবদন্তি মনে করেন না। তার চোখে কিংবদন্তি ক্রিকেটার হলো সাবেক অজি গ্রেট স্পিনার শেন ওয়ার্ন।

গত ২ এপ্রিল শেন ওয়ার্ন তার সর্বকালের সেরা পাকিস্তান একাদশ তৈরি করেন। সেখানে তিনি সর্বকালের সেরার তালিকায় রেখেছেন শোয়েব আক্তারকে। নিজের বক্তব্যে তিনি উল্লেখ করেছেন- তার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি গতি মোকাবিলা করেছেন শোয়েবের বলে।

ওয়ার্নারকে ধন্যবাদ দিতে গিয়েই শোয়েব বলেন, ‘ওয়ার্নার নিজেই একজন স্পেশাল খেলোয়াড়। আমার চোখে সে ক্রিকেটের কিংবদন্তি’।

শোয়েব আক্তার খেলোয়াড়ী জীবনে নিজের বলের গতি দিয়ে চোখ রাঙ্গাতেন। অন্যদিকে ওয়ার্নার ব্যাটসম্যানদের বুঁকে কাঁপুনি ধরিয়ে দিতেন তার স্পিন ঘুর্ণি দিয়ে। ক্রিকেটে সবচেয়ে বেশির গতির বলটি শোয়েব আক্তার করেছিলেন ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডে। তার ওই বলটির গতি ছিল ১৬১.৩ কি.মি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App