×

আন্তর্জাতিক

মৃতদের স্মরণে চীন-হংকংয়ের পতাকা অর্ধনমিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৩:৩৯ পিএম

মৃতদের স্মরণে চীন-হংকংয়ের পতাকা অর্ধনমিত

গোল্ডেন বাউহনিয়া স্কোয়ার, হংকং

মৃতদের স্মরণে চীন-হংকংয়ের পতাকা অর্ধনমিত

বাউনিয়া স্কোয়ারে সামনে পতাকা অর্ধনমিত করছেন পুলিশ কর্মকর্তারা

মৃতদের স্মরণে চীন-হংকংয়ের পতাকা অর্ধনমিত
করোনাভাইরাসে আক্রান্ত মৃত নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করেছে চীন। মৃতদের স্মরণে শনিবার সকালে চীন ও হংকংয়ের আঞ্চলিক পতাকা অর্ধনমিত রাখা হয়। দ্য চায়না ডেইলির খবরে বলা হয়েছে, শোক জানাতে হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের অফিসগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মহামারির চেয়েও ভয়ংকর করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। এরপর তা ধীরে ধীরে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। শনিবার পর্যন্ত সারা বিশ্বে ১১ লাখ ২২ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে প্রায় ৬০ হাজার মানুষ। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লক্ষাধিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App