×

আন্তর্জাতিক

ভারতে নতুন আক্রান্ত ৬০১ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০১:১২ পিএম

ভারতে নতুন আক্রান্ত ৬০১ জন

ভারতে করোনাভাইরাস পরীক্ষা চলছে

২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে জানিয়েছে, বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯০২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের। তবে সর্বশেষ মৃতের সংখ্যায় মাত্র এক দিনে ১২ জন মৃত্যু হওয়ায় ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত মাসে দক্ষিণ দিল্লিতে তাবলিগ-ই-জামাতের ধর্মীয় সমাবেশে উপস্থিত কিছু মানুষের মাধ্যমেই এই সংক্রমণ আরও দ্রুত হারে ছড়াচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এখন পর্যন্ত ওই জমায়েতে যারা হাজির হয়েছিলেন তাদের মধ্যে ৩৬০ জনেরও বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনা সংক্রমণ এড়াতে ভারত সরকার ঘোষিত ২১ দিনের লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু লকডাউনের মধ্যেও দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এতে দুশ্চিন্তায় ভারতীয় প্রশাসন ও জনগণ। দেশটির রাজ্যগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এর পরেই রয়েছে তামিলনাডু। এদিকে দিল্লিতে তাবলিগ-ই-জামাতের সমাবেশে যোগদানকারী আরও ১৫ জনকে বারাণসীতে শনাক্ত করা হয়েছে। তাদের শরীর থেকে নমুনা নেওয়ার পর ২ জনের শরীরে করোনা সনাক্ত করা গেছে। এদিকে জানা গেছে কোচি, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন ১১২ ফরাসী পর্যটক। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে শনিবারই প্যারিসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App