×

পুরনো খবর

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকে ৯০ রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৭:৩৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯০ জনকে সেবা দেয়া হয়েছে।

বেতার ভবনের নিচ তলায় স্থাপিত এই ক্লিনিকে শনিবার (৪ এপ্রিল) এই সেবা দেয়া হয়। এরমধ্যে ২১ জনের করোনা ভাইরাস টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলো। পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হচ্ছে।

এদিকে করোনার প্রার্দুভাব প্রতিরোধের কারণে সরকার ঘোষিত ছুটিকালীন সময়েও রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সকল বহির্বিভাগের কার্যক্রম সকাল ৮টা ৩০ মিনিট হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতোই চালু থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান আজ এক অফিস আদেশ দিয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) থেকে চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন”। টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথ লাইন” এর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App