×

আন্তর্জাতিক

ট্রেনে আইসোলেশন বানাচ্ছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০১:৫৪ পিএম

ট্রেনে আইসোলেশন বানাচ্ছে ভারত

ট্রেনে আইসোলেশন বানাচ্ছে ভারত

করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ট্রেনের বগিতে আইসোলেশন তৈরি করল ভারত। ভারতীয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে এমন ঘোষণা দেয়া হলেও কলকাতা পূর্ব রেল কর্তৃপক্ষ খুব দ্রুতই তৈরি করল রেলের আইসোলেশন কোচ। পূর্ব রেলের তরফ থেকে তাদের চার ডিভিশনে তৈরি করা হচ্ছে আইসোলেশন কোচ। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনে বানানো হচ্ছে এসব কোচ। প্রায় ৫০০০ আইসোলেশন কোচ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল মন্ত্রণালয়। প্রয়োজন হলে প্রায় ২০০০০ কোচ রেল তৈরি করবে বলে জানিয়েছে সূত্র। মুলত তৃতীয় শ্রেণীর কামরাগুলিকেই এই আইসোলেশন কোচের আকার দেয়া হচ্ছে। প্রতি কামরায় ১৬ আসন ব্যবহার হবে রোগীদের জন্য এবং ২ আসন ব্যবহার হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য। কোচের সাইড আসন ব্যবহার হবে চিকিৎসার সরঞ্জামসহ নানা প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। প্রতিটি কামরা মোটা প্লাস্টিকের পরদা দিয়ে ঢাকা থাকছে। ফলে মশা বা যে কোনও পোকা ঢুকতে যেন না পারে সেজন্য জানালায় ব্যবহার করা হবে নেট। এখন থেকেই প্রতি ৩০ মিনিট অন্তর স্যানিটারাইজ করা হচ্ছে কামরাগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App