×

সারাদেশ

চাঁদপুরে জনগণকে সতর্ক করল সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৮:৪৩ পিএম

চাঁদপুরে জনগণকে সতর্ক করল সেনাবাহিনী

সেনাবাহিনী

চাঁদপুর জেলার ৮টি উপজেলায় সেনাবাহিনীর সদস্যদের তিনটি ভাগে গঠিত করে মোতায়ান করা হয়েছে। এ টিমগুলো চাঁদপুর সদর, হাইমচরও ফরিদগঞ্জে একটি, মতলব উত্তর ও মতলব দক্ষিণে একটি এবং হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়ায় একটি টিম। জনগণকে সচেতন করে বিনাকারণে ঘরে থেকে বের না হতে মাইকিং, লিফলেট বিতরণ করে যাচ্ছে।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদরের ভুমি কর্মকর্তা ইমরান হোসাইন সজিব ও সেনা বাহিনীর কর্ণেল ইসফাক আহমেদের নেতৃত্বে টহল শহরের বাস স্টেশন, কালিবাড়ি মোড়, পালবাজার ও পুরান বাজার এলাকায় করোনার সচেতনতার প্রচার প্রচারণা করে জনগণকে ঘরে থাকার অনুরোধ করেন।

ইমরান হোসাইন সজিব জানান, আমরা জেলা প্রশাসনের নির্দেশে জনগণকে শতর্ক করছি। করোনা হলো একটি মহামারা ভাইরাস। আমরা জনগণকে শতর্ক করে দিচ্ছি, যেন বিনা কারণে কেউ ঘর থেকে বের না হয়।

কর্ণেল আসফাক আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। জনগণ যদি সচেতন হয় তাহলে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এসময় মাক্স ব্যাবহার না করায় বিভিন্ন ব্যক্তি ও দোকানিদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App