×

সারাদেশ

করোনা প্রতিরোধে ড্রেন পরিস্কার করলেন চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৩:৫৪ পিএম

করোনা প্রতিরোধে ড্রেন পরিস্কার করলেন চেয়ারম্যান

ছবি: প্রতিনিধি

করোনভাইরাস প্রতিরোধ ও পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান। তার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ড্রেন পয়নিস্কাশন কাজে তদারকি করছেন তিনি নিজেই। শুধু তদারকি নয়, বরং পরিচ্ছন্নতা কাজে কর্মীদের আগ্রহ অটুট রাখতে কখনো কখনো নিজ হাতে তুলে নিচ্ছেন পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি।

শনিবার (৪ মার্চ) সকালে উপজেলার গুয়াপঞ্চক গ্রামের জলাবদ্ধতাসহ মশা-মাছি ও রোগ বালাই’র বিস্তার ঠেকাতে চলমান ড্রেনেজ ব্যবস্থা ও পয়নিস্কাশন কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে নিজ হাতে ড্রেন পরিস্কার করেছেন তিনি। নিজ হাতে ড্রেনের ময়লা আবর্জনা তুলে পাশে স্তুপ করে রাখেন। সঙ্গে থাকা লোকজন কিছুটা হতবাক হলেও পরিচ্ছন্নতা কাজে উৎসাহ বাড়িয়ে দিয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে।

বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে সবাইকে বাড়ির আশপাশসহ ড্রেন, নালা পরিস্কার রাখতে হবে। আতঙ্ক নয়, সবাইকে সচেতন হতে হবে। সবাইকে তিনি ঘরে থাকারও আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App