×

সারাদেশ

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে চিকেন পক্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০১:৪৯ পিএম

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে চিকেন পক্স

ছবি: প্রতিনিধি

জেলার পানছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশু-কিশোরদের মাঝে ইনফ্লুয়েঞ্জার মতোই ভাইরাস ঘটিত ছোঁয়াচে রোগ চিকেন পক্স দেখা দিয়েছে।

গত ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দুর্গম অঞ্চলে করোনা ভাইরাসের জনসচেতনতায় স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় নিয়ে গেলে চিকেন পক্সের রোগীদের দেখা মিলে। গ্রাম সমূহের মধ্যে লোগাং ইউনিয়নের রামতনু পাড়া ,খেদারাছড়া, উল্টাছড়ি ইউনিয়নের রহিন্দ্র পাড়া, মরাটিলা, লতিবান ইউনিয়নের গঙ্গারাম পাড়া।

এ প্রসঙ্গে পানছড়ি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণেই এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চিকেন পক্স হওয়ার আশঙ্কা বেশি থাকে। ইনফ্লুয়েঞ্জার মতোই এটিও একটি ভাইরাস ঘটিত ছোঁয়াচে রোগ। তবে এটি জটিল রোগ নয়, অ্যান্টি ভাইরাল ওষুধ আছে। জনসচেতনতায় বৃদ্ধি ও চিকিৎসা সরঞ্জামাদিসহ আমি ও আমার মেডিক্যাল টিম কাজ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App