দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। মৃত্যু হয়েছে আরো দুই জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। ৭০। শনিবার (৪ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, আক্রান্তদের দুইজন শিশু। ৩ জনের বয়স ২০-৩০ বছরের মধ্যে। ২ জন ৫০-৬০ বছরের মধ্যে, একজন ৬০-৭০ বছর বয়সের মধ্যে এবং একজনের বয়স ৯০ বছর। আক্রান্ত ৫ জন আগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ২ জনের বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। আর দুই জন কীভাবে আক্রান্ত হয়েছেন সেই তথ্য সংগ্রহের কাজ চলছে। মৃত ব্যাক্তিদের একজনের বয়স ৯০ এবং অপরজনের বয়স ৬৮ বছর।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘন্টায় ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৪৬৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আরো ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মহাপরিচালক বলেন, সীমিত আকারে কমিউনিটি টান্সমিশন হয়েছে। আরো বেশি টেস্ট করতে পারলে পরিস্থিতি সম্পর্কে জানতে পারবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।