×

বিনোদন

সময়টা সবার জন্য প্রতিকূলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১১:৩৫ এএম

সময়টা সবার জন্য প্রতিকূলে

সুজানা জাফর

সুজানা জাফর। দুবাইতে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। সাম্প্রতিককালে বৈশ্বিক মহামারি করোনার প্রকোপে সেখানে আটকে পড়েছেন তিনি। করোনা ও অন্যান্য বিষয় নিয়ে দুবাই থেকে ভোরের কাগজের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন শাকিল মাহমুদ

আপনি দুবাইতে রয়েছেন, লকডাউন পরিস্থিতিতে কীভাবে সময় কাটাচ্ছেন? এখানে আমি ব্যবসায়িক কাজে এসেছিলাম। তারপরের পরিস্থিতিতে আটকে পড়ি। ঘরেই থাকছি সব সময়। দেশ থেকে দূরে থাকলেও দেশের খবরাখবর রাখতে চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের প্রতি আমাদের করণীয় কী? আসলে সময়টা সবারই প্রতিকূলে। তার মধ্যে খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা খুবই খারাপ। দিনমজুর, রিকশাচালকদের কোনো আয় নেই। এমন পরিস্থিতিতে যারা একটু সচ্ছল তাদের উচিত অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে থাকা। ব্যক্তিগতভাবে দুস্থদের সহায়তায় কি পদক্ষেপ নিয়েছেন? তুমি হয়তো জানো আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। সুতরাং সব সময়ই আমি অসহায়-দুস্থ মানুষদের পাশে থাকছি। যেহেতু এই সময়ে পরিস্থিতি একটু ভিন্ন সে কারণে আমার পরিচিত যারা সহায়তা কার্যক্রম চালাচ্ছে তাদের অনুদান দিচ্ছি। সচেতনতার লক্ষ্যে আপনি কোনো পরামর্শ দিতে চান? পরামর্শ বলতে আমরা সবাই কম বেশি জানি। তারপরে যেটা বলব তা হলো, আমাদের সরকার যে নির্দেশনা দিচ্ছেন সেটা ঠিকমতো মেনে নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জনসমাগম এড়িয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। দীর্ঘ সময় অভিনয়ে নেই। কিন্তু কেন? আসলে আমার বুটিক বিজনেস ‘সুজানাস্ ক্লথস্ শুরু করার পর এটা নিয়েই এতটাই ব্যস্ত হয়ে পড়ি, অভিনয়ে সময়টা দেয়া হয় না। আর একসঙ্গে কখনো দুটো বা একাধিক কাজ করতে গেলে একটিও হয় না। ফলে আপাতত অভিনয় থেকে দূরে আছি। সিনেমায় অভিনয় নিয়ে কিছু ভাবছেন? আপাতত বুটিক নিয়েই যেহেতু ব্যস্ত সেহেতু সিনেমা নিয়ে তেমন করে কিছু ভাবছি না। তবে ভালো গল্প বা চরিত্রে কাজ করার প্রস্তাব পেলে তখন হয়তো করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App