×

সারাদেশ

রাঙ্গাবালীতে ত্রাণ নিয়ে দুস্থদের পাশে সাংসদ মহিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পিএম

রাঙ্গাবালীতে ত্রাণ নিয়ে দুস্থদের পাশে সাংসদ মহিব

ত্রাণ বিতরণের একটি খণ্ডচিত্র।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব। বৃহস্পতিবার উপজেলার ছোটবাইশদিয়া, চালিতাবুনিয়া ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। এতে প্রায় এক হাজার পরিবার সুবিধা পেয়েছে। ত্রাণ বিতরণকালে ছিলেন তার সহধর্মিনী ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতিমা আক্তার রেখা। ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, এক কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক লিটার সোয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও একটি সাবান দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম মৃধা ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি জোবায়ের হোসেন। এছাড়াও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল ও ছাত্রলীগ নেতা বাবু তালুকদার উপস্থিত ছিলেন। এমপি মহিব্বুর রহমান বলেন, করোনার ভাইরাস প্রতিরোধে মানুষকে যার যার ঘরে অবস্থান করার জন্য সরকার নির্দেশ দিয়েছেন। এসময় খেটে খাওয়া অনেক মানুষের কষ্টে দিন কাটছে। এ কারণে আমরা সরকারের পক্ষ থেকে দুস্থদের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছি। পরিস্থিতি ভালো হওয়ার আগ পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App