×

জাতীয়

রবিবার দ্বিতীয় দফায় ফিরছেন আমেরিকানরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:২৬ পিএম

রবিবার দ্বিতীয় দফায় ফিরছেন আমেরিকানরা
রবিবার দ্বিতীয় দফায় ফিরছেন আমেরিকানরা
নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) ফলে সৃষ্ট মহামারীর প্রেক্ষিতে আগামী রবিবার বিশেষ ফ্লাইটে বেশ কিছু আমেরিকান বাংলাদেশ ছাড়ছেন। বিশেষ ওই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহায় যাবে। সেখানে কিছু সময় অবস্থানের পর ওই ফ্লাইট ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করবে। যারা স্বেচ্ছায় ফিরতে চাচ্ছেন তাদের সহযোগিতা দেয়া হচ্ছে। শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এটি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার দ্বিতীয় বিশেষ ফ্লাইট। গত রবিবার প্রথম ফ্লাইটে ২৬৯ জন আমেরিকান বাংলাদেশ ছেড়েছিলেন। এর আগে গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দেশটির ২৩০ জন এবং ২৫ মার্চ ড্রুক এয়ারের দুটি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন। গত বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে ৩২৭ জন জাপানি বাংলাদেশ ছেড়ে জাপানে ফিরে গেছেন। গতকাল মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে থাকা আমেরিকানদের ফিরিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং মার্কিন দূতাবাস বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে। ফ্লাইটের যাতীয় খরচা যাত্রীরা দেবেন। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও যেসব আমেরিকান বাংলাদেশে রয়েছেন এবং যারা এখনও ঢাকায় মার্কিন দূতাবাসে তথ্য সরবরাহ করেননি তারা ইমেইলে তথ্য জানাতে পারবেন। যদি কাল রবিবারের ফ্লাইটে পূর্ণ হয়ে যাওয়ার পরও দেখা যায় আরো আমেরিকান বাংলাদেশে রয়ে গেছেন এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চান সেক্ষেত্রে আসন্ন দিনে অতিরিক্ত বিমানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে দূতাবাস। তবে বিমানের সিটের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কোনও ইমেইল না পেলে যাত্রীকে বিমানবন্দরে যেতে নিষেধ করেছে দূতাবাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App