×

আন্তর্জাতিক

রণতরীতে করোনা, অভিযোগ তোলায় ক্যাপ্টেন বহিষ্কার

Icon

nakib

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৩:২২ পিএম

রণতরীতে করোনা, অভিযোগ তোলায় ক্যাপ্টেন বহিষ্কার

পরমাণু চালিত রণতরী থিওডোর রুজভেল্ট

যুক্তরাষ্ট্রে পরমাণু চালিত রণতরীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ না নেয়ার অভিযোগ করে একটি চিঠি ফাঁস হয়ে যাওয়ায় নৌবাহিনীরএক ক্যাপ্টেনেকে বহিষ্কার করেছে দেশটির নৌবাহিনী। থিওডোর রুজভেল্ট নামক রণতরীর ক্যাপ্টেন ব্রেট ক্রুনিজ তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে সেনা সদস্যদের মধ্যে করোনা প্রতিরোধে তাদের বাহিরে না যেতে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে  ছিলেন। এ সময় তিনি যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন।

তবে এ চিঠিটি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় শাস্তি হিসেবে এ ক্যাপ্টেনকে বহিষ্কার করা হয়। উল্লেখ্য, এ রণতরীতে ৫ হাজার কমান্ডারের মধ্যে ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছিল। তাদের ৪ হাজার সদস্যকে ইতোমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

অন্যদিকে এ বহিষ্কারের ঘটনায় দেশটির অন্যান্য বাহিনীতেও করোনা আক্রান্তের ঘটনা দামাচাপা দেয়ার সুযোগ সৃষ্টি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App