×

জাতীয়

ব্রিটিশ হাইকমিশনার ডিকশনের চার বার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:১৩ পিএম

ব্রিটিশ হাইকমিশনার ডিকশনের চার বার্তা
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে চারটি বার্তা দিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেইজের ‘লাইভে’ সংযুক্ত থেকে ব্রিটিশ হাইকমিশনার ডিকশন বলেন, আমি চারটি বিষয় নিয়ে কথা বলবো। তিনি বলেন, প্রথমত সময়টি আমাদের সবার জন্য কঠিন ও অনিশ্চয়তার। আমি বুঝতে পারছি এই সময়টি সেই সব ব্রিটিশ নাগরিকদের জন্যেও কঠিন যারা বাংলাদেশে এসে এখন চাইলেও আর যুক্তরাজ্যে ফিরতে পারছেন না। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশ সরকার ও বিমান এয়ারলাইন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন পূর্বঘোষিত ৭ এপ্রিল থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়। তবে এই মুহূর্তে আমরা নিশ্চিত জানি না এই ফ্লাইট আসলেই ওই সময়েই সচল হবে কি না। তাই আমরা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই। তৃতীয়ত, আপনারা অনেকে জেনে থাকবেন বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনার জন্য বিশ্বব্যাপী একটি বড় আকারের কার্যক্রম গ্রহণ করেছে। এই মুহূর্তে ফিরিয়ে আনার কার্যক্রমের আওতায় সেই সকল এলাকাকে গুরুত্ব দেয়া হচ্ছে যেখানে ব্রিটিশ নাগরিকদের বেশ বড় একটি সংখ্যা আটকা পড়েছেন অথবা আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা গুরুতর ঝুঁকির সম্মুখীন এবং তাদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ছাড়া আর কোনো উপায়ই নেই। ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন লন্ডনের সিদ্ধান্ত গ্রহণকারী নীতিনির্ধারকরা বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছা সম্পর্কে আরো অবগত হন এবং বিষয়গুলো যেন তাদের পরিকল্পনায় প্রতিফলিত হয়। চতুর্থ বিষয়টি জানিয়ে ব্রিটিশ নাগরিকদের অনুরোধ করে হাইকমিশনার বলেছেন, সংশ্লিষ্টরা যেন সবসময় আমাদের ট্র্যাভেল এডভাইসে চোখ রাখেন। এই ট্র্যাভেল এডভাইস ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। একইসঙ্গে হাইকমিশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করার কথা জানান তিনি। ফ্লাইট সম্পর্কে জরুরি তথ্য পেলে অবশ্যই জানিয়ে দেয়া হবে। https://www.facebook.com/ukinbangladesh/posts/10158204353322673

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App