×

খেলা

বিসিবি বেতন কাটবে না তামিম-মুশফিকদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৫:৫৬ পিএম

বিসিবি বেতন কাটবে না তামিম-মুশফিকদের
করোনা ভাইরাস স্তব্ধ করে দিয়েছে মাঠের ক্রিকেট। এ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ইতোমধ্যে সব দেশেই ক্রিকেট বন্ধ করে দেয়া হয়েছে। কবে ফিরবে তাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই স্থবিরতায় সামনে চলে এসেছে আর্থিক ক্ষতির বিষয়টি। ক্ষতি কমাতে ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছে তাদের ক্রিকেটারদের বেতন কর্তনের। তবে সে পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন পর্যন্ত ক্রিকেটারদের বেতন কমানোর বা বেতনের অংশ কেটে নেয়ার কোনরকম চিন্তাভাবনা করেনি বোর্ড। এ কথাই বলেছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন । এ বিষয় তিনি বলেন, আমরা নিশ্চিত যে আমাদের এই মুহূর্তে বেতন কাটার সিদ্ধান্ত নিতে হবে না। কারণ আমরা বেশ কিছু সময়ের জন্য টিকে থাকতে পারবো এবং আমরা আশা করি সেই সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যেহেতু সবকিছু অনিশ্চিত, তাই আমরা সচেতনতা অবলম্বন করছি। তবে আমরা আমাদের আর্থিক শক্তি সম্পর্কেও অবগত এবং আশা করি এটি আমাদের এই সঙ্কট কাটিয়ে উঠতে যথেষ্ট হবে। সঙ্কটের এই সময়ে আমরা কিভাবে ক্রিকেটার এবং আমাদের অন্যান্য কর্মচারীদের পাশে থাকতে পারি, সে বিষয়ে আমরা কাজ করছি। এ বিষয় তিনি আরো বলেন, আমাদের তো আর অমন অর্থ ক্ষতির সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন মাসে আমাদের দেশে এমন কোন বড় সিরিজ বা টুর্নামেন্ট নেই। তাই আমাদের আর্থিক ক্ষতির সুযোগ ও সম্ভাবনাও খুব কম। এছাড়া বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, এ মুহূর্তে বেতন কমানোর কোন চিন্তা আমাদের নেই। বরং আমরা চেষ্টা করবো কীভাবে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো যায়, তাদের সাপোর্ট করা যায়। এখন খারাপ সময় যাচ্ছে। সবারই উচিৎ সবার পাশে দাঁড়ানো। এমন সংকটে ক্রিকেট বোর্ডও সাধ্যমত চেষ্টা করবে ক্রিকেটারদের সাপোর্ট দিতে। তাই আবারও বলছি এখন পর্যন্ত তেমন কোন চিন্তা ভাবনা নেই। তবে ভবিষ্যতে দেখা যাবে। করোনা ভাইরাসের প্রভাবে দেশের থমকে যাওয়া পরিস্থিতিতে আর্থিকভাবে তুলনামুলক অসচ্ছল পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য ইতোমধ্যেই আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ৩০ হাজার ও নারী ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে। এমনকি আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছে গ্রাউন্ডসম্যান ও পিওন থেকে শুরু করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্যও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App