×

খেলা

বক্সিং ছেড়ে দেয়ার কথা ভাবছেন আমির খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:০৩ পিএম

বক্সিং ছেড়ে দেয়ার কথা ভাবছেন আমির খান
বক্সিং রিংকে বিদায় জানানোর কথা ভাবছেন বলে জানিয়েছেন ব্রিটিশ বক্সার আমির খান। মূলত করোনার কারণেই গ্লাভস জোড়া শোকেসে তুলে রাখার কথা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। কারণ এই করোনার কারণে ঘরবন্দী হয়ে আছেন। ফলে বক্সিংয়ে নামার মতো রশদ নিজের শরীরে জড়ো করতে পারছেন না বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে জানান তিনি। ৩৩ বছর বয়সী আমির খান গত জুলাইয়ে সৌদি আরবে সর্বশেষ বক্সিং খেলতে নামেন। এরপর প্রায় ১ বছর হতে চললেও আর গ্লাভস হাতে নামা হয়নি তার। কিন্তু কয়েকদিন আগে আবার ভালোমতো অনুশীলনে নামার পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি আর হয়ে উঠেনি। আর আবার কবেই বা সব ঠিক হবে তাও কেউ বলতে পারছে না। ফলে বক্সিংকে বিদায় দেয়ার জন্য চিন্তা করছেন তিনি। আমির খান ডেইলি মিররকে বলেন, ‘আমি কি আবার বক্সিং খেলতে নামব? আমি জানিনা। আমি এটি নিয়ে দোটানার মধ্যে আছি। আর্থিকভাবে আমি এখন ভালো অবস্থানে আছি। এখন আমার কি আরেকবার বক্সিং খেলতে নামা উচিত? যেটি আমার সব অর্জনকে ধুলায় মিশিয়ে দিতে পারে?। দেখি পরিস্থিতি স্বাভাবিক হলে ভালোকরে প্রশিক্ষণে নামব। আর ওই সময়ই বুঝে নেব আমার আবার খেলা উচিত হবে কি না’। তিনি আরো বলেন, ‘বক্সিংয়ের জন্য আমার ভালোবাসা আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। ভবিষ্যতেও তা থাকবে’। কয়েকদিন আগে তৃতীয় সন্তানের বাবা হন আমির খান। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই ছেলের কাছ থেকে দূরে থাকছেন তিনি। তবে আমির খান করোনা ভাইরাসের কারণে শুধু ঘরে বসে রয়েছেন তা কিন্তু নয়। দুদিন আগে নিজের ৪ তলা একটি বাড়িকে হাসপাতাল বানানোর জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসকে অনুরোধ করেছেন তিনি। যদি প্রয়োজন হয় তাহলে সেটি কর্তৃপক্ষ কাজে লাগাবে বলে জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App