×

মুক্তচিন্তা

প্রাণ ভরে নিশ্বাস নিতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৯:৫৯ পিএম

কিছুদিন ধরে লিখব ভাবছি। লেখা হয়ে উঠছিল না। চারদিকে সুনসান নীরবতা, আমি জেগে আছি। জেগে জেগে একটা প্রশ্ন করছি নিজেকে, ‘না না এমন মৃত্যু কাম্য নয়! আমি কখনো তোমার অবাধ্য হইনি। তোমাকে সব জায়গায় আমি রেখেছি আল্লাহ। তবে আমি তো এতটুকু চাওয়া তোমার কাছে চাইতেই পারি। ভীষণ একটা খারাপ সময় পার করছি আমরা। আমি জানি সারা বিশ্বেই আমরা খারাপ সময় পার করছি সবাই। কিন্তু এই মরণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে যুক্তরাষ্ট্র চীন আর ইতালিকে অতিক্রম করেছে। মন খুব খারাপ। কারণ আমি নিউজার্সি থাকি, নিউইয়র্ক আর নিউজার্সির অবস্থা ভয়াবহ। চারদিকে মনে হচ্ছে লাশের গন্ধ, নিশ্বাস ভারি হয়ে আসছে। আমি জানালা খুলি না। মনে হয় যদি লাশের গন্ধ পাই! মরার আগেই কি মরে যাব? আমি জানি, আমার নীরবতা জানে আর এক একটি নিশ্বাস জানে বেঁচে থাকার কি আকুল আবেদন! ঘরে লকডাউন হয়ে আছি ২৩ দিন হতে চলল। তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মনের ভেতর যুদ্ধ চলে, এই রকম মৃত্যু আমি চাইনি কোনোদিন। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। মৃত্যু আমাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি। আমি ভীষণ সাহসী একজন মানুষ। ১২ বছর আগে আমি ভীষণ বড় ধরনের কার অ্যাকসিডেন্ট করি। আমি ড্রাইভ করার সময় পেছনে আমাকে হিট করে অন্য আর একটা গাড়ি, যাকে বলে হিট এন্ড রান। আমি গাড়ির ভেতর বসে আছি পুরো গাড়ি চুরমার। সারাদিন একা হসপিটালে ছিলাম। কারণ বাসায় আমি একাই ছিলাম, সবাই যখন এলো তখন সন্ধ্যা। আমি আমার বন্ধুদের কাউকেই বলিনি কারণ সবাই টেনশন করবে। যখন পুলিশ কেস করতে গেলাম, পুলিশ গাড়ির অবস্থা দেখে ভেবেছে গাড়ির ভেতর যে ছিল সে মারা গেছে। পুলিশ যখন দেখল আমি নিজেই কেস করতে গিয়েছি আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি তখন পুলিশ আমার বরের দিকে তাকিয়ে বলে, গড কি না পারে! তোমার বউকে নতুন জীবন দিয়েছে গড। ডাক্তার, পুলিশ সবাই একই কথা বলেছে, আমি নতুন জীবন পেয়েছি। তার জন্যই আমি বলি আমি মৃত্যু খুব কাছ থেকে দেখেছি। কারণ প্রচণ্ড মনোবল আমার। ডাক্তার আমাকে বলেছে গড তোমাকে নিজের হাতে নতুন জীবন দিয়েছে। আসলে সবই উপর আল্লাহ ইচ্ছে। তখন মৃত্যু আমাকে ছুঁতে পারেনি। আমি কোনোদিন সাহস হারাইনি। আমি কোনোদিন আল্লাহকে ডেকে নিরাশ হইনি। তাই আল্লাহর প্রতি আমার ভক্তি চরম পর্যায়। আমি সেই মানুষ! করোনা ভাইরাস চারদিকে যখন সবার আতঙ্ক তখনো বাসায় সব ধরনের দুষ্টামি চলছে আমার। হয়তো আমার বরও অবাক হয়ে যায়, এত সাহসী কীভাবে এই আমি! আমি একটুও প্যানিক নই, আমি একটুও মনবল হারাইনি। কিন্তু কিছুদিন ধরে মনের ভেতর যুদ্ধ চলছে, মৃত্যুর জন্য প্রস্তুত সব সময় আমি। কিন্তু এভাবে আমি মৃত্যু চাই না। যে মৃত্যুতে আমার ছেলেমেয়ে আমাকে ছুঁতে পারবে না। যে মৃত্যুতে আমাকে গোসল করানো হবে না। যে মৃত্যুতে আমার জানাজা হবে না। হে আল্লাহ সেই মৃত্যু আমি চাই না। আমি সবসময় মৃত্যুর জন্য তৈরি। কারণ জীবন আমাকে কোথাও অপূর্ণতা নেই। আমি সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। কিন্তু শুধু আমি আজ ভীত এই ভেবে, এমন মৃত্যু আমি আমার কাম্য করি যে জানাজার মানুষ বলবে ‘হ্যাঁ উনি ভালো ছিলেন সবাই ওনাকে মাফ করে দিন’। আমি কখনই প্যানিক বা ভীত নই। কারণ মরার আগে বারবার মরার চাইতে একবারই মরণ ভালো। কোনো হতাশা আমার জন্য নয়। আমি সফলকামী, আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। শুধু একটা কথাই বলব, এমন মৃত্যু আমি চাই না আমার রব। আবারো প্রাণ ভরে নিশ্বাস নিতে চাই খোলা হাওয়ায়, আরো কিছুদিন মন ভরে বাঁচতে চাই এই পৃথিবীতে। নিউজার্সি, নিউইয়র্ক থেকে [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App