×

শিক্ষা

প্রধানমন্ত্রীর তহবিলে বেতনের অংশ দেবে ঢাবি শিক্ষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:২৮ এএম

করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থ আগামী চার মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কাটা হবে। যে সব শিক্ষক দুইদিনের বেতনের বেশি অর্থ দিতে চান কিংবা যারা দিতে অপারগ হবেন তাদের আগামী ৫ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App