×

সারাদেশ

ধুনটে সড়কে যান চলাচল বন্ধে বাঁশ দিয়ে প্রতিরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৮:১৭ পিএম

ধুনটে সড়কে যান চলাচল বন্ধে বাঁশ দিয়ে প্রতিরোধ

ধুনট-সোনামুখী সড়কে যান চলাচল বন্ধে বাঁশ দিয়ে প্রতিরোধ

বগুড়ার ধুনট পৌর এলাকায় করোনারভাইরাসের ঝুঁকি এড়াতে শহরের প্রধান সড়কে বাঁশের বেড়া দিয়ে সব ধরনের যানবহন চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে শহরের জিরো পয়েন্ট এলাকায় সোনামূখী সড়কে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সংক্রমণ থেকে বাঁচতে সরকারি নির্দেশনা মতে প্রতিনিয়ত কাজ করছেন প্রশাসন। সামাজিক নিরাপত্তা দুরত্ব নিশ্চিত করতে বিভিন্ন হাট-বাজারের আড্ডায় অভিযান পরিচালনা করছেন। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিদিন মাইকিং করে সতর্কতা ও সচেতনতা মূলক প্রচারণাও চলমান রেখেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে ওষুধদের দোকান ছাড়া গণপরিবহন থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দিয়েছেন প্রশাসন। তারপরও লোকজন ঘরে থাকছেন না। সরকারি নির্দেশ উপেক্ষা করে লোকজন পথে প্রান্তরে ইচ্ছা মত চলাচল করছেন। সড়কে চলাচল করছে নানা ধরণের যানবাহন। কোন বাধাই কেউ মানছেন না। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন পৌর এলাকার সচেতন কতিপয় নাগরিক। পৌর এলাকার পূর্বভরণশাহী ও আদর্শ পাড়ার বাসিন্দারা শহরের প্রধান সড়কে যানবাহনসহ পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতার সিদ্ধান্ত নেন। এলাকাবাসির সিন্ধান্ত মোতাবেক বাঁশের বেড়ায় দিয়ে পুরো শহরে সুরক্ষা বলয় গড়ে তুলেছেন। সড়কে বাঁশের বেড়া দেওয়ার ফলে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। তবে বাঁশের বেড়া উপেক্ষা করে কতিপয় পথচারী কৌশলে যাতায়াত অব্যাহত রেখেছেন। সড়কে বাঁশের বেড়ার উদ্যোক্তা আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশ উপেক্ষা করে সড়কে বিভিন্ন ধরণের যানবাহন ও পথচারীরা যাতায়াত করতে থাকে। এতে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি বেড়ে গেছে। তাই এলাকাবাসিকে সাথে নিয়ে সড়কে বাঁশের বেড়া দিয়ে সুরক্ষার বলয় গড়ে তুলেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App