×

সারাদেশ

ত্রাণ পেলেন দাউদকান্দির পত্রিকা বিক্রেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:৪৩ পিএম

ত্রাণ পেলেন দাউদকান্দির পত্রিকা বিক্রেতারা

ছবি: প্রতিনিধি

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর ত্রাণ পেলেন দাউদকান্দির পত্রিকা বিক্রেতারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার ১৫ জন হকারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী।

তিনি বলেন, আমরা যারা রাজনীতি বা ব্যবসা করি সমাজের অনেক ঘটনাই আমাদের দৃষ্টিগোচর হয় না। দৈনিক ভোরের কাগজ সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে। সমাজের অবহেলিত ও নিপিড়িত মানুষের খবর তুলে ধরায় ভোরের কাগজ পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য যে, করোনা ভাইরাসের প্রভাবে স্কুল, কলেজ, সরকারি, বেসরকারি অফিস খোলা না থাকায় পত্রিকা বিক্রী বন্ধ হয়ে যায় কুমিল্লার দাউদকান্দিতে। চলমান এই পরিস্থিতিতে ১৫ জন পত্রিকা বিক্রেতা কর্মহীন হয়ে পরিবার নিয়ে অসহায় জীবন পার করছেন। এ নিয়ে গত ১ এপ্রিল ‘পত্রিকা বিক্রি বন্ধ, বিপাকে হকাররা ‘ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App