×

সারাদেশ

ত্রাণ নয় বিশুদ্ধ পানিই যেখানে প্রধান দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:৪০ পিএম

ত্রাণ নয় বিশুদ্ধ পানিই যেখানে প্রধান দাবি
জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম অঞ্চলে জনসচেতনতায় স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় নিয়ে জনপ্রতিনিধি সেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে। শুক্রবার (০৩ এপ্রিল ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভারত সীমান্ত সংলগ্ন মিল্টন পাড়া ,ভগবান টিলা সহ রামতনু পাড়া, দিনবন্ধু পাড়া এলাকায় এ কার্যক্রম চলে। এতে ত্রিপুরা কল্যান সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমার নির্দেশনায় ৭ নং ওয়ার্ড সদস্য সজেন্দ্র লাল ত্রিপুরা , ৮ নং ওয়ার্ড সদস্য খলেন বিকাশ ত্রিপুরা, শিক্ষক কৃতিময় ত্রিপুরা প্রীতি,কার্বারী বৃষদা ত্রিপুরা প্রমুখ অংশ গ্রহন করেন। জনসচেতনতায় স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় নিয়ে পাহাড়ের দুর্গম অঞ্চলের ৪টি গ্রামের ঘরে ঘরে দিনভর কাজ করেন। এছাড়াও ইউপি সদস্যগন ত্রাণও দুর্যোগ মন্ত্রনালয়ের খাদ্যশষ্য বিতরনের জন্য গৃহবন্দীদের তালিকা তৈরী করে। স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় প্রদানের সময় প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা চট্টগ্রাম পলিটেকনিক্যালের ছাত্র অরুন ত্রিপুরা প্রীতি, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র সুগত চাকমা সহ অনেকেই অভিযোগ করে বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানি । আমাদের এলাকায় কোন গভীর -অগভীর নলকূপ নাই। ঝিরি -ঝর্ণা -ছড়া থেকে এক কলস পানি আনতে পাহাড়ের ঢালু বেয়ে প্রায় ০১ কিলো মিটার হাঁটতে হয়। বিশুদ্ধ পানির অভাবে সব সময় পানি বাহিত রোগ লেগেই আছে। তাই এ মুহুর্তে আমাদের ত্রাণের চেয়ে বিশুদ্ধ পানির চাহিদাই বেশী। এ প্রসঙ্গে লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা জানান, মিল্টন পাড়া ও ভগবান টিলার আশপাশের পাহাড়গুলো পাথরি ও খুব উঁচু। সেখানে গভরি নলকূপ বসাতে অনেক ব্যয়বহুল যা ইউনিয়ন পরিষদের বাজেটে সম্ভব হয় না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদে অনেকবার আবেদন করা হলেও দুর্ভোগ লাগবে এখন পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয় নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App