×

বিনোদন

গৃহবন্দিদের জন্য রাহুল আনন্দের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১১:৪৪ এএম

গৃহবন্দিদের  জন্য রাহুল  আনন্দের গান

রাহুল

করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে গৃহবন্দি মানুষের জন্য নতুন গান গাইলেন ‘জলের গান’ ব্যান্ডের ভোকালিস্ট রাহুল আনন্দ। ‘অবরুদ্ধ দিনের গান’ শিরোনামের এই গানটির লিরিক লিখেছেন শাওন আকন্দ। সম্প্রতি তিনি গানটি লিখে রাহুল আনন্দকে পাঠিয়ে বলেছিলেন, কিছু করা যায় কি না দেখতে। তখন গৃহবন্দি মানুষ এবং প্রকৃতির বিরুদ্ধ সময়ের কথা ভেবে গানটিতে সুর করতে বসেন রাহুল। চার থেকে পাঁচটি সংস্করণ তৈরি করে অবশেষে একটিকে চূড়ান্ত রূপ দেন তিনি। গত ৩০ মার্চ জলের গানের ফেসবুক পেজে গানটি প্রকাশ করেন রাহুল আনন্দ। তিনি বলেন, ‘মনে হলো গানটি মানুষজনকে শোনানো দরকার। তাই আপলোড করে দিলাম।’ গানটি কোন ব্যানারে বের হয়েছে এমন প্রসঙ্গে রাহুল আনন্দ জানান, ‘এটি কোনো ব্যানারের গান নয়। এটি মানুষের গান, সবার গান। সব সময় ব্যানার আর স্পন্সর নিয়ে কাজ করতে হবে, এমন কোনো কথা নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App