×

আন্তর্জাতিক

করোনার নাম মুখে নিলেই জেলে যেতে হবে যে দেশে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১০:৪৯ এএম

করোনার নাম মুখে নিলেই জেলে যেতে হবে যে দেশে!

ছবি: ইন্টারনেট

করোনা ভাইরাস যতই ভয়াবহ রূপ ধারণ করুক, মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান ঘোষণা দিয়েছে সে দেশে মাস্ক পরা পুরোপুরি নিষিদ্ধ। শুধু তাই নয়, কেউ করোনা ভাইরাসের নাম উচ্চারণ করলেই তাকে জেলে যেতে হবে। এমনকি স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন নথি, স্কুল, হাসপাতাল ও কর্মস্থলে করোনা ভাইরাসের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। তারা ঘোষণা দিয়েছে তাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি নেই। এক সময়ের সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার এ দেশটির পাশেই অবস্থান ইরানের। ইরানে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। দেশটিতে সাড়ে ৫০ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। তবে ইরানের পাশে অবস্থান সত্তে¡ও করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছে তুর্কমেনিস্তান প্রশাসন। তাই ভয়ানক ভাইরাস করোনার নাম ব্যবহারেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। সারাবিশ্ব করোনা প্রতিরোধে নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। এর মধ্যে জনসাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অধিকাংশ দেশ। আর তুর্কমেনিস্তানে মাস্ক পরা কাউকে রাস্তায় দেখলেই গ্রেপ্তার করছে পুলিশ। প্যারিসে বসবাসকারী তুর্কমেনিস্তানের সাংবাদিকরা জানান, করোনা ভাইরাস থেকে বাঁচতে যারা মাস্ক ব্যবহার করছেন তাদেরই পুলিশ গ্রেপ্তার করছে। একই শাস্তি জুটবে যারা করোনা শব্দটি উচ্চারণ করবে তাদের ভাগ্যেও। ফলে জ্বর, সর্দি-কাশি হলেও প্রশাসনের ভয়ে কেউ হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন না। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০১৯ তালিকা অনুযায়ী তুর্কমেনিস্তানে মত প্রকাশের স্বাধীনতা সবার নিচে। গ্যাস সমৃদ্ধ তুর্কমেনিস্তানে কার্যত চলছে স্বৈরশাসন। তুর্কমেনিস্তান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ ২০০৬ সাল থেকে দেশটি শাসন করছেন। সে দেশে প্রেসিডেন্টকে ‘আরকাদক’ বলে মনে করা হয়, বাংলায় যার অর্থ- রক্ষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App