×

মুক্তচিন্তা

করোনার আদ্যোপান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১০:০২ পিএম

প্রতিদিন করোনা আক্রান্ত মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃতের সংখ্যাও বেড়েই চলেছে। মানব ইতিহাসে এমন দুর্দশা বা ক্রান্তিকালের অভিজ্ঞতা পূর্বে কখনো মানব জাতির জীবনে ঘটেনি। দুই বিশ্বযুদ্ধও সারা বিশ্বকে এমন টালমাটাল করতে পারেনি। অথচ ছোঁয়াচে এই রোগটির কারণে মানব জাতির অস্তিত্ব রক্ষাই কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। মানুষের মানবিক মূল্যবোধ বলে আর কিছু থাকবে বলে ভরসা করা যাচ্ছে না। প্রতিটি মানুষই নিজের সুরক্ষায় বিচ্ছিন্ন হয়ে আত্মরক্ষায় নিমগ্ন। এই রোগ থেকে বাঁচার জন্য ওটাই প্রধান অবলম্বন বলে জোর প্রচারণা চলছে। এমতাবস্থায় কে কাকে সাহায্য করবে। আক্রান্ত ব্যক্তির পাশে খোদ নিজ আত্মীয়-পরিজনরা পর্যন্ত ঘেঁষছে না। দূরত্ব বজায় রেখে দূর থেকে সহানুভ‚তি প্রকাশ করা ছাড়া তাদের সামনে বিকল্প উপায়ও নেই। প্রতিটি মানুষ নিজের জীবন রক্ষায় ব্যস্ত, আতঙ্কে প্রহর গুনছে কেবল। মনুষ্য সামাজিক জীবন পরিত্যাগ করা ছাড়া এ মুহূর্তে সুরক্ষার বিকল্পও নেই। আমাদের সামষ্টিক সামাজিক জীবনাচার বিদ্যমান ব্যবস্থার কারণে এমনিতেই ভেঙে পড়েছে। এই রোগের আগমনে নিজেদের সুরক্ষায় জনবিচ্ছিন্নতা অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। মরণঘাতী রোগটি মানুষের সামাজিক জীবনাচারকে পুরোপুরি বিনাশ করে তুলেছে। করোনা ভাইরাসের উৎস মূলে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র চীন। এক সময়ের সমাজতান্ত্রিক দেশটি মতাদর্শ পরিত্যাগ করে এখন কঠোর পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত। পুঁজিবাদ কেবল মুনাফা বোঝে। এর বাইরে আর কিছুই বোঝে না। পুঁজিবাদ যে কত নৃশংস উপায়ে মুনাফার তাড়নায় অমানবিক ব্যভিচারী হতে পারে পুঁজিবাদী দেশগুলোর নানাবিধ তৎপরতায় সেটা অপ্রমাণিত থাকেনি। তাদের প্রকৃত স্বরূপটি তাদের কর্মকাণ্ডেই উন্মোচিত হয়ে পড়েছে। অতি উৎপাদন অতি মুনাফার লোভে পড়ে বিশ্বের পরিবেশ প্রকৃতি দূষণ করে বিশ্বকে মনুষ্য বসবাসের অনুপযোগী করে ছেড়েছে পুঁজিবাদী দেশগুলো। করোনা ভাইরাসের আগমনের পেছনে চীনের উচ্চাকাক্সক্ষী প্রবণতা নিশ্চয় ছিল। তেজস্ক্রিয় বা রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে করোনা ভাইরাসের উদ্ভব যে হয়নি তারও বা প্রমাণ কি? চীন এবং যুক্তরাষ্ট্রের বৈরিতার জন্য পরস্পর পরস্পরকে ঘায়েল করতে চেয়ে যদি এই মরণ ব্যাধির উদ্ভব ঘটে থাকে, সেটাও আমরা অস্বীকার করি কীভাবে। চীনে সর্বপ্রথম ভাইরাসটির আগমনের বার্তা দিয়েছিলেন চীনেরই এক গবেষক-বিজ্ঞানী। এজন্য তাকে রাষ্ট্র কর্তৃক কম হেনস্তা হতে হয়নি। কিন্তু অচিরেই তার বার্তাটির সত্যতা প্রমাণিত হয়। ওই বিজ্ঞানীর কাছে চীন কর্তৃপক্ষ আগাম বার্তাটির জন্য ক্ষমা বা দুঃখ প্রকাশ কোনোটি করেনি। বিজ্ঞানীও দ্রুত করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এতে কি প্রমাণ হয় না চীন সরকার পুরো বিষয়টি জানত এবং তাদের কৃতকর্মেই ভাইরাসটির উদ্ভব হয়েছে। চীনের অভ্যন্তরের কোনো সংবাদ জানার উপায় নেই। তারা যা কিছু প্রকাশ করে বিশ্বের গণমাধ্যমগুলো সেগুলোই পরিবেশন করে। চীনে এযাবৎ প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু সংবাদ বিশ্বের গণমাধ্যমে পরিবেশিত হয়েছে। প্রকৃত সত্য কিন্তু জানার উপায় নেই। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রটেছে চীনের দেড় কোটি মানুষের মোবাইল সিম বন্ধ। এই দেড় কোটি মানুষের কি পরিণতি হয়েছে সে সংবাদ আমরা কখনো জানতেও পারব না। ব্যাধিটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর মৃতের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, রোগের খোদ উৎস-মূল চীনে মৃতের সংখ্যা কিরূপ হতে পারে সেটা অনুমান করা অসাধ্য নিশ্চয় নয়! করোনা ভাইরাসের সংবাদ আমাদের গণমাধ্যমগুলো শুরু থেকেই প্রকাশ ও পরিবেশন করে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ বিশ্বজুড়ে ‘মহামারি’ ঘোষণা দিলেও আমাদের সরকার সেদিকে কর্ণপাত করেনি। প্রবাসী বাঙালিরা বিমানবন্দর পেরিয়ে ওই রোগ জীবাণু বহন করে যার যার পরিবারে প্রবেশের সুযোগ পেয়েছে এবং সংক্রমিত ব্যাধিটি দ্রুত বিস্তারে কোনো বাধাই আর থাকেনি। আমাদের গণমাধ্যম কতটা স্বাধীন, সে বিষয়ে প্রশ্ন তো রয়েছেই। দেশের প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংবাদ আইইডিসিআর কর্তৃক ঘোষিত তালিকার বাইরে প্রকৃত সংবাদও আমরা জানি না। আইইডিসিআরের ঘোষিত তালিকা জেনে স্বস্তি পাওয়া ছাড়া উপায় কি! সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে ভিন্নমত প্রকাশ করা হচ্ছে। কিন্তু প্রকৃত সত্যটি দেশবাসীর অজ্ঞাতেই রয়ে গেছে। চীন সরকার সত্য গোপন করে যেমন তাদের মর্জিমাফিক সংবাদ পরিবেশন করেছে, আমাদের ক্ষেত্রেও যদি তেমনটি ঘটে থাকে তাহলে প্রকৃত সত্য উদঘাটন করাও অবরুদ্ধ দেশে সম্ভব নয়। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশ লকডাউন ঘোষণা দেয়া হয়। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি খাদ্যপণ্য ছাড়া সব যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ। জরুরি প্রয়োজন ব্যতিরেকে কাউকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। উদ্যোগটি নিঃসন্দেহে সঠিক। কিন্তু বিলম্বে সিদ্ধান্ত নেয়ার কারণেই আমরা শঙ্কার মুখে যে পড়েছি সেটা তো অস্বীকার করা যাবে না। ইতোমধ্যে অবরুদ্ধ সময়ের মেয়াদ বৃদ্ধির ঘোষণার সংবাদ গণমাধ্যমে পরিবেশন করা হয়েছে। লকডাউন বলবৎ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত। কিন্তু দীর্ঘ মেয়াদে অবরুদ্ধ দেশে রোজ আনে রোজ খায় মানুষের দুর্দশার বিষয়েও সরকারের দায়িত্ব রয়েছে। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কায়িক শ্রমে জীবিকা নির্বাহ করে থাকে। দিনমজুর, রিকশা শ্রমিক, নির্মাণ কাজের শ্রমিক, ফুটপাত ও রাস্তার হকার, বিভিন্ন বাসাবাড়িতে ঘুরে ঘুরে গৃহকর্মীরা কাজ করে। এ রকম পাঁচ কোটি মানুষ দিনের উপার্জনে দিনের পেট চালায়। অবরুদ্ধ দেশে তারা শ্রম বাজারে শ্রম বিক্রি করতে পারছে না। ঘরে গৃহবন্দি অবস্থায় তাদের দুরবস্থার অন্ত নেই। শহরের বস্তিগুলো হতে দেশের প্রান্তিক অঞ্চলের সব অনাহারী মানুষের জন্য সরকারি খাদ্য সাহায্য পৌঁছবে কিনা সে বিষয়ে সন্দেহ নিশ্চয় আছে। বর্তমান সরকারের দলীয় ব্যক্তিদের অনৈতিকতা-অবৈধ পন্থায় অর্থ উপার্জন ও পাচারের কাহিনী লিখতে গেলে তো মহাকাব্য লেখা হয়ে যাবে। আমলাতন্ত্র দিয়ে অতীতেও জনসেবা সম্ভব হয়নি। কখনো হওয়ারও নয়। আমাদের সংবিধানে রাষ্ট্রের মালিক রাষ্ট্রের জনগণ। প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মকর্তা, কর্মচারীরা রাষ্ট্রের অর্থাৎ জনগণের অধীন। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা বহাল থাকায় স্বাধীন দেশের জনগণ রাষ্ট্রের প্রজা ভিন্ন অন্য কিছু নয়। করোনা ভাইরাস অজ্ঞাত ব্যাধি বলেই শনাক্তকরণ সহজ নয়। ইতোমধ্যে গুটিকয়েক স্থানে শনাক্তকরণের যন্ত্র স্থাপন করা হয়েছে। তবে সেটা অধিক মাত্রায় অপ্রতুল। কোনো সরকারি, বেসরকারি হাসপাতালে যে কোনো ধরনের রোগীকে গ্রহণ করা তো পরের কথা ঢুকতে পর্যন্ত দেয়া হচ্ছে না। বিনা চিকিৎসায় সাধারণ রোগে আক্রান্ত অগণিত মানুষ রোগ যন্ত্রণা নিয়ে মৃত্যুর প্রহর গুনছে। করোনা আতঙ্কে দেশের চিকিৎসা কেন্দ্রগুলোর অমানবিকতার যেন সীমা পরিসীমা নেই। আমরা জানি করোনা রোগের প্রতিষেধক নেই। এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। একমাত্র সচেতনতাই এই রোগ বিস্তার ঠেকাতে পারে। জনবিচ্ছিন্নতাই এই রোগ থেকে বাঁচাতে পারে। ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে গৃহবন্দির বিকল্প নেই। সেটা দেশের মোট জনসমষ্টির সংখ্যালঘুদের পক্ষে সম্ভব হলেও সংখ্যাগরিষ্ঠ দারিদ্র্যপীড়িতদের ক্ষেত্রে সম্ভব হবে না। সরকারি নির্দেশনা জারি করে মানুষদের গৃহবন্দি করা সহজ হবে যদি তাদের বাঁচার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। খাদ্যসামগ্রী পৌঁছানোর দায়িত্ব যেমন সরকারকে নিতে হবে তেমনি দেশের বিত্তবান এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবেও করতে হবে। নয়তো করোনা থেকে বাঁচলেও না খেয়ে মরার দশায় পড়তে হবে অসহায় সংখ্যাধিক্য মানুষদের। এ কথাটা যেন আমরা ভুলে না যাই। মযহারুল ইসলাম বাবলা : নির্বাহী সম্পাদক, নতুন দিগন্ত। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App