×

জাতীয়

অধিক মুনাফার আশায় নকল স্যানিটাইজার তৈরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:৩২ পিএম

অধিক মুনাফার আশায় নকল স্যানিটাইজার তৈরী
অধিক মুনাফার আশায় নকল স্যানিটাইজার তৈরী
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মো. জামাল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র‌্যাব বলছে অননুমোদিত কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অভিযোগে তাকে আটক করা হয়েছে। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়। যা ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হতে পারে সাধারণ জনগণ। তাই এসব স্যানিটাইজার ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। র‌্যাব-১১ এর অতিরিক্ত এসপি জসীম উদ্দীন চৌধুরী শুক্রবার (৩ মার্চ) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা রোগের প্রদুর্ভাবের সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু লোক অধিক মুনাফার আশায় ভেজাল স্যানিটাইজার তৈরী করে বিক্রি করছে। ফলে ব্যবহারকারীরা উপকৃত হওয়ার জায়গায় প্রতারিত হওয়াসহ আরো আরো স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের অভিযান চালিয়ে এমন একটি কারখানার সন্ধান পায় র‌্যাব। পরে সেখান থেকে একজনকে গ্রেপ্তার করাসহ ১ হাজার ৫০০ লিটার অ্যালকোহল, ১ হাজার ৩০০ বোতল ১০০ মি. লি. ওজনের একমি ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার, ২৫০ বোতল ৫০ মি. লি. ওজনের রেঞ্জার ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার, ২৫০ বোতল ৫০ মি. লি. ওজনের লেবেলবিহীন হ্যান্ড স্যানিটাইজারসহ সর্বমোট ১ হাজার ৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার ২৫০ টি রেঞ্জার ব্যান্ডের লেবেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবেদ ওই ব্যক্তি স্বীকার করেছে কোন প্রকার কেমিষ্ট বা প্রশিক্ষিত লোক ছাড়াই এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App