×

জাতীয়

সংসদের সপ্তম অধিবেশন সাংবিধানিক জটিলতায় !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৭:৪০ পিএম

সংসদের সপ্তম অধিবেশন সাংবিধানিক জটিলতায় !

সংসদ

করোনাভাইরাসের কারণে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান নিয়ে সাংবিধানিক সংকটে পড়তে যাচ্ছে জাতীয় সংসদ। এক অধিবেশন শেষ হওয়ার পরে ৬০ কার্যদিবসের মধ্যে আবার পরের অধিবেশন বসার নিয়ম থাকলেও এবার সেটির ব্যত্যয় ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। চলতি একাদশ জাতীয় সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে এই অধিবেশন ডাকা সম্ভব না-ও হতে পারে। আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদের বৈঠক করার চিন্তা চলছে। সেটিও কতটা সম্ভব তা নিয়েও রয়েছে নানান মত। সবটাই রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাসের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনও (২২-২৩ মার্চ ) স্থগিত করা হয়। এই বিশেষ অধিবেশনে বিদেশী রাষ্ট্রপ্রধানদের ভাষন দেবার কথা ছিল। সংবিধানের ৭২ অনুচ্ছেদে অনুযায়ী, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। তবে রাষ্ট্রপতি এ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী কাজ করবেন। কার্যপ্রণালি বিধি দ্বারা বা অন্যভাবে সংসদ যেভাবে নির্ধারণ করবে, সংসদের বৈঠক সে সময়ে ও স্থানে অনুষ্ঠিত হবে। অধিবেশন নিয়ে সাংবিধানিক সংকট সম্পর্কে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৮ এপ্রিলের মধ্যে সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন বসতে হবে। কিন্তু জাতীয় দৈব-দুর্বিপাক হলে সেটা থেকে পরিত্রাণের বিধানও রয়েছে। তবে ৬০ দিনের মধ্যে স্বল্পকালীন অধিবেশন ডেকে করোনার বিষয়ে এমপিদের দিকনির্দেশনা দেয়া দরকার। তার জন্য আমরা ২-১দিনের স্বল্পকালীন অধিবেশন ডাকতে পারি, সেখানে দুরবর্তি এমপিরা নাও উপস্থিথ হতে পারলে ঢাকা বা আশপাশের ৬০ শতাংশ এমপি আসলে চলবে। আবার তা না সম্ভব হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার প্রস্তাব এসেছে। এটা প্রাথমিক পর্যায়ে আছে। এসব সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি। সংসদ সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি শেষ হওয়ার পর অধিবেশন আহ্বানের সুযোগ আছে। কিন্তু করোনাভাইরাসের কারণে তা সম্ভব নাও হতে পারে।আবার ভিডিও কনফারেন্স করতে গেলেও কম-বেশি জনসমাগম হবে। তখন সংবিধানের ‘অ্যাক্ট অব গড’ অনুচ্ছেদ অনুযায়ী পদক্ষেপ নেয়া হতে পারে।যা সম্পূর্ণ রাষ্ট্রপতির ওপর ন্যাস্ত রয়েছে, তিনি অাইন-সংবিধান মোতাবেক সিদ্ধান্ত দেবেন তাই হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App