×

জাতীয়

রাজধানীর মোড়ে মোড়ে খাবারের আশায় মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১২:৫২ পিএম

রাজধানীর মোড়ে মোড়ে খাবারের আশায় মানুষ

জাতীয় প্রেস ক্লাবের সামনে ১ এপ্রিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণকালে দুস্থরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা পিকআপ ভ্যানে উঠে মালামাল লুট করে নিয়ে যান -ভোরের কাগজ

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে সরকার এক প্রকার অঘোষিত লকডাউন জারি করেছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনমজুররা। উপায় না পেয়ে রাজধানীর বিভিন্ন মোড়ে সাহায্যের আশায় বসে আছেন। গতকাল বুধবার রাজধানী বিভিন্ন স্থানে এ চিত্র দেখা যায়। রাজধানীর রায়ের বাজারে থাকেন স্বামী ছেড়ে যাওয়া বিলকিস। পাঁচ ও সাত বছরের দুই ছেলে সন্তানসহ থাকেন। ভাঙারি জিনিসপত্র কুড়ান তিনি। সেগুলো বিক্রি করে যে সামান্য টাকা পেতেন, তা দিয়ে কোনো মতে সংসার চালাতেন। সরকার ২৬ মার্চ থেকে সবকিছু বন্ধ করার পর দুদিন কোনো রকম সংসার চলালেও এখন আর উপায় নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তিনি। গতকাল বুধবার পান্থপথ সিগন্যালে ট্রাফিক পুলিশ বক্সের পাশে সাহায্যের আশায় বসেছিলেন তিনি। এমন আরো ৩০ জনকে দেখা যায় সেখানে। এ ছাড়াও ধানমন্ডি, মোহাম্মদপুর, জিগাতলা এলাকার প্রায় প্রতিটি মোড়েই সাহায্য প্রত্যাশীদের ভিড় ছিল অন্যদিনের তুলনায় বেশি। এমন আরকেজন জবেদা। তিনি লালমাটিয়া এলাকায় কয়েকটি বাসায় কাজ করতেন। মার্চ মাস শেষ হওয়ার আগেই বাসাগুলোতে কাজে যেতে বারণ করে দিয়েছে। তাই গত ১০-১৫ দিন ধরে কাজ নেই। তার স্বামীও কিছু করেন না। তাদের ঘরে চার বছরের এক মেয়েও রয়েছে। একটু খাবারের আশায় তার মতো আরো সাত-আটজন বসে আছে মিরপুর সড়কের পাশে সুবাহানবাগ এলাকায়। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় মিরপুর সড়কে মেট্রো শপিং মলের সামনে দেখা মিলে একদল ভবঘুরের। তারা আশপাশের ফুটওভার ব্রিজগুলোতে থাকেন। প্লাস্টিক কুড়িয়ে জীবন চালান। মার্কেট ও পাশের ইউনিভার্সিটি খোলা থাকলে মানুষের কাছ থেকে খাবার চেয়ে নেন। এখন সব বন্ধ। তাদের খাবারও বন্ধ। কেউ যদি এসে সাহায্য দিয়ে যায়, সেই প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন তারা। এই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ নিজেদের সাধ্যমতো তাদের মুখে তুলে দিচ্ছে খাবার। পুলিশের একটি গাড়ি থেকে এক প্যাকেট খিচুড়ি পেয়ে বেজায় খুশি বিলকিস ও জবেদা। রায়েরবাজারে বসবাস করলেও খাবার হাতে পেয়ে ধানমন্ডি-২৭ নম্বর সড়কের ফুটপাতে বসেই খেয়ে নিচ্ছিলেন তারা। রাতের খাবারের ব্যবস্থা হলেও সকালে কী খাবেন তা অনিশ্চিত জানান বিলকিস। এদিকে গতকাল বুধবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে উদ্যোক্তারা চরম বিপাকে পড়ে যায়। এ সময় ত্রাণ নিয়ে দুস্থরা নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। অসহায় মানুষের এতটাই ভিড় ছিল যে, ৪টি পিকআপ ভ্যানের মালামাল নিজেরাই নিমেষেই লুট করে নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App