×

সারাদেশ

বেতাগীতে জেলেদর মাঝে মানিবক সহায়তা প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৯:১৬ পিএম

বেতাগীতে জেলেদর মাঝে মানিবক সহায়তা প্রদান
বরগুনার বেতাগীতে ২ হাজার ২৫০ জন জেলেকে ১৮০ মেট্রিক টন মানিবক সহায়তা দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ইতোমধ্যে পৌরসভাসহ ৪ টি ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়েছে।বৃহস্পিতবার (২ এপ্রিল) হোসনাবাদ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপেজলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব, হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, ইউপি সদস্য মিজানুর রহমান ও ডলি বেগম। জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলার ১ টি পৌরসভাসহ ৭ টি ইউনিয়নে মানিবক সহায়তা কর্মসূচির আওতায় জাটকা আহরেণ নিষিদ্ধ সময়ে উপেজলার ২ হাজার ২৫০ জন জাটকা আহরেণ বিরত থাকা জেলেদের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে ২ মাসে মোট ১৮০ মেট্রিক টন চাল প্রদান করা হবে। উপজেলার কাটাখালী গ্রামের জেলে মিনারা বেগম, হুমায়ূন, ঝোপখালী গ্রােমর জেলে আইয়ুব আলী শিকদার, আলািমন মৃধা জানান, এই সংকটময় মুহূর্তে সরকারি এ খাদ্য সহায়তা তাদের অনেক উপকারে আসবে এবং এ চাল পেয়ে তারা ভীষণ খুশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App