×

খেলা

বেতনের অর্ধেক তুলে দিলেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৭:৩৫ পিএম

বেতনের অর্ধেক তুলে দিলেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ গঠিত করোনা তহবিলে মিলেছে দারুণ সহায়তা। বেতনের অর্ধেক দিলেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব। সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিজ্ঞপ্তিতে লিখেছেন, বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণীর ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের এই ক্রান্তিকালে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা যে মানবিকতা,দায়িত্ববোধ, ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।’ তিনি আরও লিখেছেন, কোয়াব মনে করে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বর্তমান দুর্যোগ মোকাবেলা সম্ভব। আমাদের সকলকে অনুধাবন করতে হবে, আমাদের একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্রিকেটারদের স্বার্থরক্ষা ও দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব। আমরা বিশ্বাস করি,আগামী দিনগুলোতে ক্রিকেটারদের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেট উন্নয়ন ও গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কয়েকদিন আগে করোনা তহবিলে নিজেদের বেতনের অর্ধেক দিয়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ও নবীন মিলিয়ে মোট ২৭ ক্রিকেটার। এবার বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ৯১ জন প্রথম শ্রেণির ক্রিকেটার দান করে দিয়েছেন নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা। তবে এর পরিমাণ কতো তা জানানো হয়নি। তবে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি । প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার জন্য তিনটি গ্রেডে মাসিক পারিশ্রমিক দিয়ে থাকে বিসিবি। গ্রেডগুলোতে বেতনের পরিমাণ যথাক্রমে ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App