×

খেলা

বাফুফের কমিটির মেয়াদ বাড়ালো ফিফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৮:২০ পিএম

বাফুফের কমিটির মেয়াদ বাড়ালো ফিফা

বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২০ এপ্রিল। কিন্তু করোনার কারণে স্থগিত করে দিতে হয়েছে এই নির্বাচন। তাই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কারণ বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩০ এপ্রিল। ফলে এই সময়ের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল বাফুফের সামনে। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন করার জন্য বাফুফেকে একটি নির্দেশনা দিয়েছে ফিফা। এব্যপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ চিঠিতে ফিফা জানিয়েছে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই যেন আমরা সাধারণ সভা ও নির্বাচন সেরে ফেলি। কারণ নির্বাচন কবে হবে তা নির্ভর করছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার উপর’। যেহেতু বাফুফে নির্বাচন স্থগিত করেছে সেহেতু ফিফার কাছ থেকে এর অনুমোদন প্রয়োজন ছিল। গতকাল ফিফার কাছ থেকে সেই অনুমোদনটি পাওয়া গেছে। এর ফলে এখন বাফুফের সামনে ৩০ এপ্রিলের পর নির্বাচন করতে কোনো বাধা থাকলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রতই নির্বাচনের আয়োজন করবে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App