×

খেলা

গ্রাউন্ডসম্যানদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৭:২৫ পিএম

গ্রাউন্ডসম্যানদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

গ্রাউন্ডসম্যান

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা মোতাবেক মাঠের ক্রিকেট বন্ধ। কবে মাঠে খেলা শুরু হবে তা কেউ জানে না। এমন পরিস্থিতিতে আর্থিকভাবে তুলনামুলক অসচ্ছল পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য ইতোমধ্যেই আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

এবার আর্থিক সহযোগিতার ঘোষণা দিতে যাচ্ছে গ্রাউন্ডসম্যান ও পিওন থেকে শুরু করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্যও। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

এ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘আপনারা জানেন আমরা পুরুষ ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের আর্থিক প্রনোদনা দিয়েছি। তো গ্রাউন্ডসম্যান, পিওনসহ আরো যারা নিম্ন আয়ের আছেন তাদের জন্যও আর্থিক সহযোগিতার পরিকল্পনা করছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

সহযোগিতা হিসেবে দেয়া অর্থের পরিমাণ কত হতে পারে এবিষয় নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, উল্লেখযোগ্য তেমন নয়। আমরা জানতে পারছি যে করোনাভাইরাসের কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App