দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দুইজন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত কারোর মৃত্যু হয়নি। তাই মৃতের সংখ্যা এখনো ৬। নতুন আক্রান্ত দুই জন ই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ এবং অপরজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান। তিনি জানান, প্রতি দিন এক হাজার নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি উপজেলা থেকে প্রতিদিন কমপক্ষে দুই টি করে নমুনা পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।