×

সারাদেশ

সিন্দুকছড়ি জোনে করোনা সচেতনতা কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০২:১৪ পিএম

সিন্দুকছড়ি জোনে করোনা সচেতনতা কার্যক্রম

সিন্দুকছড়ি জোনে করোনা সচেতনতা কার্যক্রম

খাগড়াছড়িতে মহামারী করোনা ভাইরাসে সংক্রমণের আশঙ্কায় সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নস্থ সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা রামগড় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর গুইমারা সাবজোন কমান্ডার মেজর মো: জোনায়েদ বিন কবির জি এর নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে করোনা ভাইরাস প্রতিরোধে যৌথভাবে এ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। রামগড়ে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ বিদেশ ফেরতদের হোমকোয়ারইন্টাইন নিশ্চিতকরণ, হাসপাতালের আইসোলেশন পরিদর্শনসহ বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার কার্যক্রম চালায় সেনাবাহিনী। এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদোজা, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাসুজ্জামানসহ স্থানীয় সাংবাদিক ও প্রমুখ উপস্তিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App